হে স্বদেশ,হে মানুষ,হে ন্যস্ত-শাসন
নাগরিকপঞ্জি নবায়নে হেনাস্থা অকারণ
চাই সঠিক বিচার সু-শাসন
চলছে বাঙালির লাগাতার দংশন।
বিদেশী তকমায় ভয়ার্ত অহর্নিশি
ঈশানে আজ শত্রুর পদধ্বনি
ব্যাকুল কণ্ঠে অশ্রুর জলাঞ্জলি
দেখো বিবেক শরশয্যায় বাঙালি।
ওরা কেউ ভুঁইফোড় নয়
এসেছে পৃথিবীতে
ঠাঁই পেতে আকাশ দেখে
দেশের মাটিতে
কোন দেশ কার এই মাটি
ওরা জানতে চায় না
দুমুঠো খাওয়া শান্তির ঘুমে
ওরা উদ্বাস্তুর যন্ত্রণা।
ওরা কেউ ভুঁইফোড় নয়
এসেছে পৃথিবীতে
ঠাঁই পেতে আকাশ দেখে
দেশের মাটিতে
কোন দেশ কার এই মাটি
ওরা জানতে চায় না
দুমুঠো খাওয়া শান্তির ঘুমে
ওরা উদ্বাস্তুর যন্ত্রণা।
-বিক্রমজিৎ দাস
No comments:
Post a Comment