দ্যা সেডো অফ বরাক,৯সেপ্টম্বর,রবিবার:
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বেলা ১ঘটিকায় যাত্রাপুর বাসটেন্ড মসজিদে মাদ্রাসা বাঁচাও আন্দোলনের ডাকে এক সাধারণ সভার আয়োজন করা হয়। মূখ্য আহ্বায়ক মওলানা চৌধুরী_উসামা_মবরুর সাহেবের সভাপতিত্বে সভার শুরুতে উদ্দেশ্যে ব্যাখ্যা করেন মওলানা আব্দুল ওদুদ বড়ভূইয়া সাহেব। অতঃপর সর্বসম্মতি ক্রমে কাছাড় জেলা কমিটি গঠন করা হয়। নব গঠিত কাছাড় জেলা কমিটি নিম্নরূপ।
সভাপতি- মওলানা ছাবির_আহমেদ_ক্বাসিমী,গুমড়া।
সহ-সভাপতি-
(১)ইউসুফ আহমেদ বড়ভূইয়া,বড়খলা।
(২)মঞ্জুর এলাহী লস্কর,শিলচর।
(৩)ফাহিম ইসলাম লস্কর।
সাধারণ সম্পাদক- মওলানা আব্দুল_ওদুদ_বড়ভূইয়া,শান্তিপুর।
সহ-সম্পাদক-
(1)উসমান গণি মাজুমদার,শিলচর।
(2)মাওলানা শাহ ফরিদ,সোনাই।
(3)মুস্তাকিম আহমেদ লস্কর, বড়খলা।
(4)নুর আহমেদ মাঝারভূইয়া,ভাঙ্গারপার।
প্রচার সম্পাদক- জয়েদ_আযাদ_মাজুমদার,ভাঙ্গারপার।
তাছাড়া একত্রিশ জন সদস্য বিশিষ্ট এক শক্তিশালী কমিটি গঠন করা হয় এবং কেন্দ্রীয় কমিটির জন্য পাঁচজন প্রতিনিধি মনোনীত করা হয়।
আজকের এই সাধারণ সভায় বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন,কাছাড় টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল ওদুদ লস্কর,মাওলানা নুরুল ইছলাম,মাওলানা জহিরুল ইছলাম, কারিমগঞ্জের মাওলানা আব্দুল ওয়ারিছ সাহেব ও মাওলানা নুরুন নবী চৌধুরী,শিলচরের মাওলানা ইমরান খান,মুফতি কমরুল হুদা প্রমুখ।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বেলা ১ঘটিকায় যাত্রাপুর বাসটেন্ড মসজিদে মাদ্রাসা বাঁচাও আন্দোলনের ডাকে এক সাধারণ সভার আয়োজন করা হয়। মূখ্য আহ্বায়ক মওলানা চৌধুরী_উসামা_মবরুর সাহেবের সভাপতিত্বে সভার শুরুতে উদ্দেশ্যে ব্যাখ্যা করেন মওলানা আব্দুল ওদুদ বড়ভূইয়া সাহেব। অতঃপর সর্বসম্মতি ক্রমে কাছাড় জেলা কমিটি গঠন করা হয়। নব গঠিত কাছাড় জেলা কমিটি নিম্নরূপ।
সভাপতি- মওলানা ছাবির_আহমেদ_ক্বাসিমী,গুমড়া।
সহ-সভাপতি-
(১)ইউসুফ আহমেদ বড়ভূইয়া,বড়খলা।
(২)মঞ্জুর এলাহী লস্কর,শিলচর।
(৩)ফাহিম ইসলাম লস্কর।
সাধারণ সম্পাদক- মওলানা আব্দুল_ওদুদ_বড়ভূইয়া,শান্তিপুর।
সহ-সম্পাদক-
(1)উসমান গণি মাজুমদার,শিলচর।
(2)মাওলানা শাহ ফরিদ,সোনাই।
(3)মুস্তাকিম আহমেদ লস্কর, বড়খলা।
(4)নুর আহমেদ মাঝারভূইয়া,ভাঙ্গারপার।
প্রচার সম্পাদক- জয়েদ_আযাদ_মাজুমদার,ভাঙ্গারপার।
তাছাড়া একত্রিশ জন সদস্য বিশিষ্ট এক শক্তিশালী কমিটি গঠন করা হয় এবং কেন্দ্রীয় কমিটির জন্য পাঁচজন প্রতিনিধি মনোনীত করা হয়।
আজকের এই সাধারণ সভায় বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন,কাছাড় টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল ওদুদ লস্কর,মাওলানা নুরুল ইছলাম,মাওলানা জহিরুল ইছলাম, কারিমগঞ্জের মাওলানা আব্দুল ওয়ারিছ সাহেব ও মাওলানা নুরুন নবী চৌধুরী,শিলচরের মাওলানা ইমরান খান,মুফতি কমরুল হুদা প্রমুখ।
No comments:
Post a Comment