দ্যা সেডো অফ বরাক,১২ সেপ্টেম্বর,উজানগ্রাম:আজ দুপুর আনুমানিক ১ঘটিকার সময় শিলচর-কালাইন রোডে এক মার্মন্তিক সড়ক দূর্ঘটনা হয়। ঘটনাটি ঘটে একটি পেসেঞ্জার ভর্তী অটো এবং বাইকের সংঘর্ষনে।বাই চালক শিলচর থেকে আসার পতে হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আমতলা(উজানগ্রাম) এসে এবং সংঘর্ষন হয়ে যায় যাত্রী ভর্তী অটোরিকশার সঙ্গে। ঘটনা স্হলে বাইকচালক ডান হাতের বৃদ্ধা আংগুল হারান এবং অটোরিকশার ৩জন যাত্রী আহতন হন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বাইক চালককে সঙ্গে সঙ্গে১০৮ গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজে। অটো চালক ছিলেন শিলচর বেরেঙ্গার এবং বাইক চালক ছিলেন দূর্গাপুরের।
No comments:
Post a Comment