মাত্র আধ গণ্টা পু্র্বে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের । দুর্ঘটনার স্থান হাইলাকান্দি কাটলিছড়া বাসষ্টেণ্ড। নাম বিকাশ দেব নাথ। দুর্ঘটনার পর শহরের জনতা সড়ক অবরোধ করে রাখলে প্রায় আধ গণ্টা পর গঠনার স্থলে পৌছেন হাইলাকান্দির অতিরিক্ত এস পি । জেলা শাসকের উপস্থিতি কামনা করে অবরোধ কারীরা নিহত ছাত্রের ক্ষতি পুরণ দাবি জানাচ্ছেন। এ খবর লেখা পর্যন্ত অবশ্য গঠনার স্থলে দেখা দেখা যায়নি ডিসিকে। পরিস্থিতি আপাততঃ শান্ত হলেও সড়ক অবরোধ চলছে।
Home »
Local News
» হাইলাকান্দি শহরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু নবম শ্রেনীর ছাত্রের
No comments:
Post a Comment