দ্যা সেডো অফ বরাক,১৪ সেপ্টম্বর,বদরপুর:
বদরপুর বিধানসভা এলাকার কালীগঞ্জ অঞ্চলের বলেশ্বরের ( রন্দ্রটিলা) দৃশ্য। প্রায় এক কিলোমিটার কর্দমাক্ত রাস্তায় চপ্পল হাতে নিয়ে পায়ে হেঁটে নিত্য পারাপার এলাকাবাসীর। এলাকার নেতা মন্ত্রীরা কি ওদিকে নজর দেননা? উত্তরে এলাকাবাসীর ভাষায় বুঝা গেল বিধায়ক জামাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ। বললেন, বিধায়কের তহবিল থেকে দেওয়া টাকা বারবার বরাদ্দ হলেও উনার নেতা পাতিনেতারা তা আত্মসাৎ করে ফেলেন এবং তিনি নীরব ভূমিকা পালন করে আসছেন। কালীগঞ্জের " কর্মবীর"(?) তথা তিন তিনবারের বিধায়ক হয়েও উনার পৈতৃক এলাকা এখনও অন্ধকারে নিমজ্জিত।
বদরপুর বিধানসভা এলাকার কালীগঞ্জ অঞ্চলের বলেশ্বরের ( রন্দ্রটিলা) দৃশ্য। প্রায় এক কিলোমিটার কর্দমাক্ত রাস্তায় চপ্পল হাতে নিয়ে পায়ে হেঁটে নিত্য পারাপার এলাকাবাসীর। এলাকার নেতা মন্ত্রীরা কি ওদিকে নজর দেননা? উত্তরে এলাকাবাসীর ভাষায় বুঝা গেল বিধায়ক জামাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ। বললেন, বিধায়কের তহবিল থেকে দেওয়া টাকা বারবার বরাদ্দ হলেও উনার নেতা পাতিনেতারা তা আত্মসাৎ করে ফেলেন এবং তিনি নীরব ভূমিকা পালন করে আসছেন। কালীগঞ্জের " কর্মবীর"(?) তথা তিন তিনবারের বিধায়ক হয়েও উনার পৈতৃক এলাকা এখনও অন্ধকারে নিমজ্জিত।
No comments:
Post a Comment