দ্যা সেডো অফ বরাক,বদরপুর২৯ আগষ্ট:কেরলের প্রলয়ংকারী প্রাকৃতিক দুর্যোগে নিঃস্বদের জন্য চাঁদা সংগ্রহ করে সাহায্যর হাত বাড়ালো N.C college, ওরা প্রতিটি ক্লাসে ক্লাসে ছাত্র ছাত্রীদের কাছ থেকে চাদাঁ সংগ্রহ করে। ছাত্র ছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকারা হাত উজাড় করে সামর্থ অনুযায়ী সাহায্য করেন। কলেজে চাঁদা সংগ্রহ শেষ করে তারা অপরপার্শ্বে অবস্থিত বিকন জুনিয়র কলেজে গিয়েও চাঁদা সংগ্রহ করেন। বিকনের অনুজ ভাই বোন ও শিক্ষ শিক্ষিকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতা করেন।
আজকের এই ত্রাণ কার্জ পরিচালিত হয় N.C college এর কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ও এন.এস.এস প্রগ্রাম অফিসার বজলুর রহমান খান স্যারের তত্ত্বাবধানে।
ক্লাসের ফাঁকেফাঁকে তারা আরও দুইদিন ত্রাণ সংগ্রহ করবে এই কামনা রেখেছে ।
আজকের এই ত্রাণ কার্জ পরিচালিত হয় N.C college এর কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ও এন.এস.এস প্রগ্রাম অফিসার বজলুর রহমান খান স্যারের তত্ত্বাবধানে।
ক্লাসের ফাঁকেফাঁকে তারা আরও দুইদিন ত্রাণ সংগ্রহ করবে এই কামনা রেখেছে ।
No comments:
Post a Comment