দ্যা সেডো অফ বরাক,১৪ সেপ্টম্বর,লালা:আগামী ৭দিনের বিতরে যদি লালা কলেজ রোডের যানজট সমস্যা সমাধান করতে না পারেন জেলা প্রশাসন তাহলে বিডিএসএফ আন্দোলনে নামবে। ঐ রাস্তা দিয়ে কলেজে যাতায়াত করতে পড়োয়ারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখিন হন, কলেজ রোডের উপর বিল্ডিং নির্মাণ করে রাস্তার কিছু অংশ নিজেদের দখলে নেওয়া হয়েছে কিন্তু প্রশাসন নিরব। ঐ রাস্তা উপর দিয়ে তিনটি শিক্ষা প্রতিষ্টানে শিক্ষা অর্জনের উদ্দেশ্য হাজার হাজার পড়োয়ারা যাতায়াত করেন কিন্তু সব সময় যানজট লেগে থাকে তাই পড়োয়ারা অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিন্ত প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না নিরব ভূমিকায় প্রশাসন, এবার কিন্তু বিডিএসএফ মাঠে নামছে লালা অঞ্চলের বৃহত্তর ছাত্রের সার্থে ৭দিনের ভিতরে যদি যানজট সমস্যা সমাধান করতে ব্যর্থ হয় প্রশাসন তাহলে বিডিএসএফ আন্দোলনে নামতে বাধ্য হবে। রাস্তার উপর উপর বিল্ডিং নির্মাণ করে রাস্তা ছোট করা হচ্ছে কিন্তু কোন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? পরিক্ষার সময় ছাত্র ছাত্রীরা সময় মতো পরিক্ষা কেন্দ্রে উপস্তিত হতে পারেন না এমনকি ক্লাসে ও সময় মতো উপস্তিত হতে পারেন নি। এদিকে শনিবারি বাজারের সেতুর নির্মাণ হবে, হচ্ছে, হতে চলেছে, সেংশন হয়েগেছে শোনা যাচ্ছে গত দুই বছর থেকে শোনে আসছি কিন্তু নির্মাণ কার্যে হাত দেওয়া হয় নি তাই জেলা প্রশাশন ও বিভাগীয় আধিকারিক ও স্হানীয় বিধায়ক সুজাম উদ্দিন লস্করের দৃষ্টি আকর্ষণ করছি যত সম্ভব দ্রুত সেতুনির্মাণ কার্য আরম্ভ করান ঔ সেতু উপর দিয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে শিক্ষা অর্জননের জন্য হাজার হাজার পড়োয়া যাতায়াত করেন ঐ সেতুর উপর নির্বর করছে দক্ষিণ হাইলাকান্দির উন্নয়ন বিশেষ করে ঐ সেতুর উপর দিয়ে লালা এলাকার ৩টি কলেজ, দুটি উচ্চ মাধ্যমিক স্কুল সহ লালার প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রীর বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অসুবিধার সম্মূখীন পড়োয়ার। বৃহত্তর লালা অঞ্চলের পড়ুয়াদের যাতায়াত ব্যবস্থার সুবিধার্থে আন্দোলনে নামবে এবার বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট বিডিএসএফ।
No comments:
Post a Comment