দ্যা সেডো অফ বরাক,১১সেপ্টম্বর,হাইলাকান্দি:ছাত্র নেতা আহাদ লস্করের উপর কাটলিছড়া হসপিটালে প্রাণঘাতী হামলা চালনাকারীর উপযুক্ত শাস্তি প্রদানের দাবীতে বুধবার কাটলিছড়া বাজার বয়কট ও অর্থনৈতিক অবরোধের ডাক দেওয়ার পরিপেক্ষিতে জেলা প্রশাসন দ্বিপাক্ষিক বৈঠকে বসার আহ্বান জানান। আজ জেলা প্রশাসনের সাথে বৈঠকে বসেন বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট বিডিএসএফ এর তিনজন উপদেষ্টা আইনজীবী তাহের আহমেদ বড়ভূইয়া,আইনজীবী বুরহান উদ্দিন বড়ভূইয়া, আইনের ছাত্র মহাম্মদ আলী। আজকের বৈঠকে ছাত্রনেতার উপর হামলা চালানোর ঘটনা নিয়ে দীর্ঘ আলোচনা করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে এবং আগামী শনিবার/ রবিবার ছাত্রনেতার উপর হামলার ঘটনা সহ বিগত কয়েক বছর থেকে কাটলিছড়া গুণ্ডারা যেভাবে নির্দোষ মানুষদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন এব্যপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তিপক্ষের উপস্তিতে একটি ত্রিপাক্ষিক সভা অনুষ্টিত হবে কাটলিছড়া থানাতে। এদিন প্রশাসনের সাথে বৈঠক সেরে সাহাবাদে বিক্ষোব্দ জনতা ও বিডিএসএফ এর সদস্যদের সম্মূখে আইনজীবী তাহের আহমেদ প্রশাসনের ডাকা আলোচনা সভা থেকে এসে আজকের আলোচনা বিষয় বস্তু বিস্তারিতভাবে ভাবে তুলে ধরেন আইনজীবী তাহের আহমেদ বিক্ষোদ্ধ জনতাকে শান্তি সম্প্রিতি বজায় রাখার আহ্বান জানান আইনজীবী তাহের আহমেদ, ছাত্র নেতা আহাদ লস্কর, বুরহান উদ্দিন মজমুল প্রমূখ। ছাত্র নেতা আহাদ লস্কর গোটা হাইলাকান্দীবাসীদের কাছে শান্তি সম্প্রিতি বজায় ও গণতন্ত্রের উপর আস্তা রাখার আবেদন জানান তৎসঙ্গে আহাদ লস্কর ও আইনজীবী তাহের আহমেদ বলেন যেহেতু প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন হামলাকারী দুষ্কৃতিদের গ্রেপ্তার করা হবে বলে তাই প্রশাসনকে তাদের কর্তব্য পালন করতে দেন যদি নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত শাস্তি প্রদান না করা হয় তাহলে আমরা ও ঘরে বসে থাকবো না।
এছাড়া ও আজকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল রেলির জন্য মোটরসাইকেল নিয়ে আসা ছাত্র ও যুবাদের অভিনন্দন জানান আহাদ তাদের পাশে দাড়ানোর জন্য এদিনের সাহাবাদের সভায় বিডিএসএফ এর কেন্দ্রীয় কমিটি ও জেলার কর্মীরা উপস্তিত ছিলেন।
জেলা প্রশাসনকে বিডিএসফ ধন্যবাদ জানায়
এছাড়া ও আজকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল রেলির জন্য মোটরসাইকেল নিয়ে আসা ছাত্র ও যুবাদের অভিনন্দন জানান আহাদ তাদের পাশে দাড়ানোর জন্য এদিনের সাহাবাদের সভায় বিডিএসএফ এর কেন্দ্রীয় কমিটি ও জেলার কর্মীরা উপস্তিত ছিলেন।
জেলা প্রশাসনকে বিডিএসফ ধন্যবাদ জানায়
No comments:
Post a Comment