দ্যা সেডো অফ বরাক,১১ সেপ্টম্বর, ধর্মনগর:
পূর্বে BJP বাইক বাহিনী এসে যুবরাজনগর এবং ঢুপিরবন্দ পঞ্চায়েতের IPFT নেতা কর্মীদের দের বাড়ী এসে উপ নির্বাচনে প্রার্থী না দেওয়ার জন্য হুমকি দিয়ে যায়। আজ ১১ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক ১ ঘটিকার সময় যুবরাজনগর ব্লকের অন্তর্গত IPFT যুবরাজনগর এবং ঢুপিরবন্দ পঞ্চায়েত যৌথভাবে তাদের প্রার্থীদের নিয়ে মনোনয়ন পত্র জমাদেওয়ার উদ্দেশ্যে রওনা দে। ব্লকে যাওয়ার 200 মিঃ আগে রাস্তার পাশের জঙ্গল থেকে BJP র এক বিশাল গুন্ডা বাহিনী অতর্কিতে হামলা চালায়। IPFT র অনেক কর্মী আহত হন। অনেক গুলো গাড়ি ভাংচুর এবং জ্বালিয়ে দেয়া হয়েছে । IPFT র এই টিমের সাথে ছিলেন রাজ্য সহ সভাপতি অনন্ত দেববর্মা বীরেশ দেববর্মা আপ্তাব আলী সহ অনেক নেতৃত্ব । এখন প্রশ্ন হল শরিক দলের নেতা বিধায়ক যেখানে সেইফ নয় সেখানে সাধারন জনগনের নিরাপত্তা কোথায়।
পূর্বে BJP বাইক বাহিনী এসে যুবরাজনগর এবং ঢুপিরবন্দ পঞ্চায়েতের IPFT নেতা কর্মীদের দের বাড়ী এসে উপ নির্বাচনে প্রার্থী না দেওয়ার জন্য হুমকি দিয়ে যায়। আজ ১১ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক ১ ঘটিকার সময় যুবরাজনগর ব্লকের অন্তর্গত IPFT যুবরাজনগর এবং ঢুপিরবন্দ পঞ্চায়েত যৌথভাবে তাদের প্রার্থীদের নিয়ে মনোনয়ন পত্র জমাদেওয়ার উদ্দেশ্যে রওনা দে। ব্লকে যাওয়ার 200 মিঃ আগে রাস্তার পাশের জঙ্গল থেকে BJP র এক বিশাল গুন্ডা বাহিনী অতর্কিতে হামলা চালায়। IPFT র অনেক কর্মী আহত হন। অনেক গুলো গাড়ি ভাংচুর এবং জ্বালিয়ে দেয়া হয়েছে । IPFT র এই টিমের সাথে ছিলেন রাজ্য সহ সভাপতি অনন্ত দেববর্মা বীরেশ দেববর্মা আপ্তাব আলী সহ অনেক নেতৃত্ব । এখন প্রশ্ন হল শরিক দলের নেতা বিধায়ক যেখানে সেইফ নয় সেখানে সাধারন জনগনের নিরাপত্তা কোথায়।
No comments:
Post a Comment