Shadow of Barak,শিলচর : নাম আব্দুল রহিম। তিনি পেশায় অটোচালক। রহিম একনিষ্ঠ একজন মুসলমান। আল্লাহর উপর বিশ্বাস করার পাশাপাশি আল্লাহকে তিনি খুব ভয় পান। মৃত্যুর পর শেষ বিচারের দিন যাতে কোনওভাবে আটক না পড়েন সেজন্য সবসময় ইসলামিক বিধান মেনে চলার প্রয়াস করেন। আর তাই তিনি নিজের অটো ফ্রি করে দিয়েছেন পড়ুয়া, ফকির, সাধু ও ভিখারীদের জন্য।
দিনে রোজগার ৩০০ থেকে ৪০০ টাকা। এর মধ্যে সাত সদস্যের পরিবার। অভাব-অনটন লেগেই রয়েছে। এতদসত্বেও কিছু মানুষের জন্য ভাড়া লাগবেনা উল্লেখ করে নিজের অটোতে লিখে রেখেছেন সোনাইর উত্তর মোহনপুরের আব্দুল রহিম। তাঁর অটোর মধ্যে লেখা রয়েছে, 'ফকির, ভিখারি ও সাধুদের জন্য সুখবর। গাড়ি ভাড়া ফ্রি' এবং 'নো ফেয়ার ফর স্টুডেন্ট'। আর্থিকভাবে স্বচ্ছল না হয়েও তাঁর এই প্রয়াসে সবাই তাঁকে কুর্ণিশ করছে।
রহিম বলেন, সাড়ে তিন বছর থেকে অটো চালাচ্ছেন। সে সময় থেকেই তিনি কোন ফকির, ভিখারী বা সাধুদের কাছ থেকে ভাড়া নেননি। এছাড়া সকাল ন'টা থেকে দশটার মধ্যে এবং বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাতায়াটের সময় কোনও পড়ুয়ার থেকেও ভাড়া নেননি। আব্দুল রহিম জানান, ভাড়া না নেওয়ার কারণ হচ্ছে একটি উপায়ে রোজগারের একটি অংশ আল্লার নামে আদায় করা। কেননা তারপক্ষে একসঙ্গে আদায় করা সম্ভব না।
দিনে রোজগার ৩০০ থেকে ৪০০ টাকা। এর মধ্যে সাত সদস্যের পরিবার। অভাব-অনটন লেগেই রয়েছে। এতদসত্বেও কিছু মানুষের জন্য ভাড়া লাগবেনা উল্লেখ করে নিজের অটোতে লিখে রেখেছেন সোনাইর উত্তর মোহনপুরের আব্দুল রহিম। তাঁর অটোর মধ্যে লেখা রয়েছে, 'ফকির, ভিখারি ও সাধুদের জন্য সুখবর। গাড়ি ভাড়া ফ্রি' এবং 'নো ফেয়ার ফর স্টুডেন্ট'। আর্থিকভাবে স্বচ্ছল না হয়েও তাঁর এই প্রয়াসে সবাই তাঁকে কুর্ণিশ করছে।
রহিম বলেন, সাড়ে তিন বছর থেকে অটো চালাচ্ছেন। সে সময় থেকেই তিনি কোন ফকির, ভিখারী বা সাধুদের কাছ থেকে ভাড়া নেননি। এছাড়া সকাল ন'টা থেকে দশটার মধ্যে এবং বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাতায়াটের সময় কোনও পড়ুয়ার থেকেও ভাড়া নেননি। আব্দুল রহিম জানান, ভাড়া না নেওয়ার কারণ হচ্ছে একটি উপায়ে রোজগারের একটি অংশ আল্লার নামে আদায় করা। কেননা তারপক্ষে একসঙ্গে আদায় করা সম্ভব না।
No comments:
Post a Comment