সমগ্র দেশ জোড়ে রাখী বন্ধন উৎসব পালিত হল:
রাখি বন্ধন ভারতীয় সংস্কৃতির অন্যতম অধ্যায় । এটা ভাই ও বোনের সুদৃড় সম্পর্ক রক্ষা করার একটি উৎসব । এই উৎসবের প্রভাব বরাক তথা বাংলায় খুব বেশি । এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। হিন্দু, জৈন ও শিখরা এই উৎসব পালন করে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখীনামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখীটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রাবণ মাসের পূর্ণিমাতিথিতে এই উৎসব উদযাপিত হয়। চিতোরের বিধবা রানি কর্ণবতী মুঘল সম্রাট হুমায়ুনের সাহায্য প্রার্থনা করে একটি রাখী পাঠিয়েছিলেন। এর পর থেকে এই উৎসবের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এই উৎসব মানুষের মনে ঐক্য , সংহতি, ভ্রাতৃত্ববোধ ও মূল্যবোধের জাগরণ ঘটায় ।
No comments:
Post a Comment