বিহাড়া বাজার, ২৮ অগাস্ট:কালাইন শিলচর জয়ন্তীয়া সড়কের দুরবস্থা জন্য শেষ পর্যন্ত রাস্তা অবরোধ করতে হলো স্থানীয় যুবসমাজকে।বিহাড়া স্টেশনের পাশে প্রায় এক ৫০০
জনসাধারণ একজোট হয়ে সরকার এবং বিদায়ক অমর চান্দের বিরুদ্ধে নানা স্লোগান দিতে শুরু করে এরপর ঘটনাস্থলে পৌঁছে যায় বিহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদুল এবং কাটিগড়া থানার সেকেন্ড অফিসার জয়ন্ত টেরন ঘটনাটি সামাল দেন।তৎসঙ্গে জনগণকে আশ্বাস দিয়ে যান যে এক মাসের ভিতর মেরামতের আরম্ভ হবে। কিন্তু স্হানীয় জনগন এটা জানায় যে যদি এক মাসের ভিতর যদি কোন পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা অনির্দিষ্টকাল অবরোধ করতে বাধ্য হবে এই হোংকার জানায়।বেলা ৫ঘটিকায় ৪৮ ঘন্টার অবরোধ সম্পন্ন হয়।
No comments:
Post a Comment