The Shadow of Barak:Now a days it is very easy to get information through digital platform but no one can say how much reliable it is.Don't worry we are introduce a new technique to publish authentic news via you.Now you are the news reporter of our web site i.e The Shadow of Barak.Send us your news through whatsapp or mail.

  • .

অবশেষে প্রকাশ হল NIOS d.el.ed এর রিজাল্ট

দ্যা সেডো অফ বরাক,৩১ আগষ্ট: অবশেষে প্রকাশ হল Nios  d.ed.edএর প্রথম সেমিস্টারের ৫০১.৫০২.৫০৩ রিজাল্ট।
রিজাল্টা দেখার জন্য ভিজিট করুন NIOS এর অফিসেল সাইট:http://www.nios.ac.in
অথবা নিছের নিঙ্কে গিয়ে দেখতে পারেন।http://dled.nios.ac.in/attendancelogin/ResultISem.aspx

Share:

Ki ki চেলেন্জ করতে গিয়ে জেলে যেতে হল দুই যুবককে!

দ্যা সেডো অফ বরাক,৩০ আগষ্ট:
জম্মু ও কাশ্মিরের রাজউরি জেলার ২টি ছেলেকে Veenesh Chibber and Chetan Bali, বাস্তায় কিকির গানের মিউজিক এর সঙ্গে নাছতে গিয়ে পুলিসের হাতে ধরা পড়ল। পুলিস সঙ্গে সঙ্গে কারাগারে বন্ধি করে নেয়।

চ্যালেঞ্জটি ক্রমবর্ধমান গাড়ি থেকে বেরিয়ে আসার এবং কানাডিয়ান র্যাপার ড্রেকে এর সর্বশেষ গান 'ডু ইউ লাব মি' এর পাশাপাশি ডাস্ছ করে।
Sourced from PTI
Share:

২০২০ সালের মধ্যে পরিষ্কার হবে গঙ্গা নদী বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন্দ্রনাথ গডকড়ী


কেন্দ্রীয় মন্ত্রী নীতীন্দ্রনাথ গডকড়ী আশা প্রকাশ করেন যে, ২০২০ সালের মধ্যে গঙ্গা নদীটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, যার গতির পুনর্বিবেচনা কর্মসূচি চলছে।

তিনি বলেন, নোমামি গঞ্জে মিশনের অধীনে ২২১ টি প্রকল্পের অধিকাংশই মূল্যবান।  ২২২৩৮ কোটি টাকা সমাপ্তির জন্য পর্যাপ্ত।

"এটি একটি কঠিন কাজ, কিন্তু আমরা সম্পন্ন করব," ওয়াটার রিসোর্স  ও গঙ্গা পুনর্বাসনমন্ত্রী বলেন।
Sourced from PTI.
Share:

৯৯.০৩ % মুদ্রারহিতকরণ টাকা ফেরত পেলো জানিয়েছে RBI

দ্যা সেডো অফ বরাক,২৯ আগষ্ট: RBI এর বাৎসরিক রিপোর্ট ২০১৭-২০১৮ জানিয়েছে যে মুদ্রারহিতকরণ এর ৯৯.০৩% পুরোনো টাকা
ফেরত পেয়েছে ব্যাংকিং সিস্টেমের মাধ্যেমে ,মাত্র ০.৭% টাকা এখনও পর্যন্ত আইডিন্টিফাই করতে পারেনি RBI।এখন প্রশ্ন হল এটা মাত্র ০.৭% এর জন্য কি নরেন্দ্র মোদি মুদ্রারহিতকরন করে ছিলেন?
       ঠিক মুদ্রারহিতকরন করার এক সপ্তাহ পর নরেন্দ্র মোদি বলে ছিলেন আমি আপনাদের কাছ থেকে শুধু মাত্র ৫০দিনের সময় নিচ্ছি,আমি যদি কোন ধরনের ভূল করে থাকি তথবা কোন ধরনের খারাপ মনোভাব পেয়ে থাকেন তাহলে আমি প্রস্তুত আছি দেশ বাসির কাছ থেকে শাস্তি  পাওয়ার জন্য এবং জনগন আমাকে রাস্তার যে কোন মূড়ে দাড়িয়ে শাস্তি দেবে আমি মেনে নেব।
     
Share:

২৫ সেপ্টম্বর থেকে হতে চলেছ NIOS d.el.ed পরিক্ষার দ্বিতীয় পর্ব

দ্যা সেডো অফ বরাক,২৯ অাগষ্ট: National Open Schooling (NIOS) D.el.ed পরিক্ষার দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে আগামি ২৫ সেপ্টম্বর থেকে। প্রথম সেমিস্টারে যারা উক্তির্নের মার্ক পেতে সক্ষম হয়নি এবং যারা ব্যক্তিগত অসুবিধের জন্য পরিক্ষা দিতে পারেনি তারাও  একি সঙ্গে আগামি ২৫ সেপ্টম্বর মঙ্গল  বার বিকাল ২:৩০ মিনিটের সময়।

Share:

কেরলের বন্যা আক্রান্ত মানুষদের সহায় করতে এগিয়ে আসলো N.C College, N.S.S unit.

দ্যা সেডো অফ বরাক,বদরপুর২৯ আগষ্ট:কেরলের প্রলয়ংকারী প্রাকৃতিক দুর্যোগে নিঃস্বদের জন্য চাঁদা সংগ্রহ করে সাহায্যর হাত বাড়ালো N.C college, ওরা প্রতিটি ক্লাসে ক্লাসে ছাত্র ছাত্রীদের কাছ থেকে চাদাঁ সংগ্রহ করে। ছাত্র ছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকারা হাত উজাড় করে সামর্থ অনুযায়ী সাহায্য করেন।  কলেজে চাঁদা সংগ্রহ শেষ করে তারা অপরপার্শ্বে অবস্থিত বিকন জুনিয়র কলেজে গিয়েও চাঁদা সংগ্রহ করেন। বিকনের অনুজ ভাই বোন ও শিক্ষ শিক্ষিকা  সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতা করেন।
  আজকের এই ত্রাণ কার্জ পরিচালিত হয় N.C college এর কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ও এন.এস.এস প্রগ্রাম অফিসার বজলুর রহমান খান স্যারের তত্ত্বাবধানে।
ক্লাসের ফাঁকেফাঁকে তারা আরও দুইদিন ত্রাণ সংগ্রহ করবে এই কামনা রেখেছে ।

Share:

শিলচরে দেখা মিলল এক অভিনব অটোওয়ালার! ইসলামের বিধান মেনে চলেন রহিম

Shadow of Barak,শিলচর : নাম আব্দুল রহিম। তিনি পেশায় অটোচালক। রহিম একনিষ্ঠ একজন মুসলমান। আল্লাহর উপর বিশ্বাস করার পাশাপাশি আল্লাহকে তিনি খুব ভয় পান। মৃত্যুর পর শেষ বিচারের দিন যাতে কোনওভাবে আটক না পড়েন সেজন্য সবসময়  ইসলামিক বিধান মেনে চলার প্রয়াস করেন। আর তাই তিনি নিজের অটো ফ্রি করে দিয়েছেন পড়ুয়া, ফকির, সাধু ও ভিখারীদের জন্য।

দিনে রোজগার ৩০০ থেকে ৪০০ টাকা। এর মধ্যে সাত সদস্যের পরিবার। অভাব-অনটন লেগেই রয়েছে। এতদসত্বেও কিছু মানুষের জন্য ভাড়া লাগবেনা উল্লেখ করে নিজের অটোতে লিখে রেখেছেন সোনাইর উত্তর মোহনপুরের আব্দুল রহিম। তাঁর অটোর মধ্যে লেখা রয়েছে, 'ফকির, ভিখারি ও সাধুদের জন্য সুখবর। গাড়ি ভাড়া ফ্রি' এবং 'নো ফেয়ার ফর স্টুডেন্ট'। আর্থিকভাবে স্বচ্ছল না হয়েও তাঁর এই প্রয়াসে সবাই তাঁকে কুর্ণিশ করছে।

রহিম বলেন, সাড়ে তিন বছর থেকে অটো চালাচ্ছেন। সে সময় থেকেই তিনি কোন ফকির, ভিখারী বা সাধুদের কাছ থেকে ভাড়া নেননি। এছাড়া সকাল ন'টা থেকে দশটার মধ্যে এবং বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাতায়াটের সময় কোনও পড়ুয়ার থেকেও ভাড়া নেননি। আব্দুল রহিম জানান, ভাড়া না নেওয়ার কারণ হচ্ছে একটি উপায়ে রোজগারের একটি অংশ আল্লার নামে আদায় করা। কেননা তারপক্ষে একসঙ্গে আদায় করা সম্ভব না।
Share:

কালাইন শিলচর জয়ন্তীয়া সড়ক অবরোধ।

বিহাড়া বাজার, ২৮ অগাস্ট:কালাইন শিলচর জয়ন্তীয়া সড়কের  দুরবস্থা জন্য শেষ পর্যন্ত রাস্তা অবরোধ করতে হলো স্থানীয় যুবসমাজকে।বিহাড়া স্টেশনের পাশে প্রায় এক ৫০০
জনসাধারণ একজোট হয়ে সরকার এবং বিদায়ক অমর চান্দের বিরুদ্ধে নানা স্লোগান দিতে শুরু করে এরপর ঘটনাস্থলে পৌঁছে যায় বিহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদুল এবং কাটিগড়া থানার সেকেন্ড অফিসার জয়ন্ত টেরন ঘটনাটি সামাল দেন।তৎসঙ্গে জনগণকে আশ্বাস দিয়ে যান যে এক মাসের ভিতর মেরামতের আরম্ভ হবে। কিন্তু স্হানীয় জনগন এটা জানায় যে যদি এক মাসের ভিতর যদি কোন পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা অনির্দিষ্টকাল অবরোধ করতে বাধ্য হবে এই হোংকার জানায়।বেলা ৫ঘটিকায় ৪৮ ঘন্টার অবরোধ সম্পন্ন হয়।

Share:

শেয়ালের আক্রমণে প্রানঘাতি হল ৩টি শিশু


শিয়ালের আক্রমনে তিনটি শিশু বাচ্ছা গুরুতর আহত হয়েছেন বৃহত্তর ভাঙ্গারপার এলাকার সিমূলতলা গ্ৰামের।সোনাপুর  স্বাস্হ‍্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা পর শিলচর মেডিকেল হসপিটিলে ভর্তী হতে হয়।পরে গ্ৰামের লোকেরা জড়িত হয়ে ২টি শিয়াল মারতে সক্ষম হয়।
Share:

১৯ বৎসর ধরে নদী পাড়ি দিয়ে যান কেরেলার এক শিক্ষক

শিক্ষকতা মহান পেশা। আর এই প্রবাদ বাক্যকে যেন আরো নতুন উচ্চতায় নিয়ে গেলেন ভারতের স্কুলশিক্ষক এ টি আব্দুল মালিক। ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে ১৯ বছর ধরে প্রতিদিন নদী সাঁতরে পার হন তিনি। স্কুলের শিক্ষক হাজিরা খাতায় নেই এ মহান শিক্ষকের একদিনের অনুপস্থিতি!
এই স্কুল শিক্ষকের নাম এ টি আব্দুল মালিক। ১৯৯২ সাল থেকে কেরালার মুসলিম লোয়ার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। বাড়ি থেকে তাঁর স্কুলে যাওয়ার রাস্তা রয়েছে দুটি।
প্রথমটি হচ্ছে বাড়ি থেকে বের হয়ে দুবার বাস বদল করতে হবে, এরপর আবার দুই কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। আর এতে সময় লাগবে অন্তত তিন ঘণ্টা। দ্বিতীয় রাস্তাটি হচ্ছে বাড়ি থেকে হেঁটে স্থানীয় কাদালুন্দিপুঝা নদীর তীরে যেতে হয়। আর এতে সময় লাগে ১০ মিনিট। এরপর এই নদী সাঁতরে তীরে উঠে হাঁটতে হয় অন্তত তিন মিনিট। এরপর পৌঁছে যান তার প্রিয় শিক্ষার্থীদের কাছে।

এটি আব্দুল মালিক জানান, প্রতিদিন নদী সাঁতরে স্কুলে যেতে তার সময় ও অর্থ দুটিই সাশ্রয় হয়। এছাড়া গাড়িতে যেতে হলে অনেকদিন নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছানো যায় না।
নদীর তীরে পৌঁছে তিনি তার পোশাক এবং অন্যান্য জিনিষপত্র প্লাষ্টিক ব্যাগে ভরিয়ে ফেলেন। চোখে পানিরোধক চশমা পরে প্লাষ্টিকের সেই ব্যাগ এক হাতে পানির ওপরে ধরে পারি দেন নদী। স্থানীয়দের কাছে এই শিক্ষক পরিচিতি পেয়েছেন জীবন্ত ঘড়ি হিসেবে। তিনি যখন প্রতিদিন পানিতে নামেন তখন ঘড়ির কাটা থাকে ঠিক ৯টায়।
এরপর নদীর তীরে ওঠে কাপড় পড়ে পৌঁছান স্কুলে। সেখানে হাসিমুখে অপেক্ষায় থাকে তার শিক্ষার্থীরা। মাসিক বেতন যা পান তাতেই খুশি এই শিক্ষক। বলেন, আমার কোনো সমস্যা ছিল না, এখনো নেই।
আব্দুল মালিকের আশা পরিবেশ ও নদীরক্ষায় তার এই কাজ অনেককেই উৎসাহ দিবে। এছাড়া তিনি মাঝে মাঝেই শিক্ষার্থীদের নিয়েও সাঁতার কাটতে বের হন। এর মাধ্যমে নিজেকেও ফিট রাখা যায় বলেও জানান এই শিক্ষক।
এর আগে ৫ সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা তাঁকে সম্মাননা জানান। যুক্তরাজ্যের একজন মানসিক চিকিৎসক এই শিক্ষকের মহান এই ত্যাগের জন্য একটি নৌকা উপহার দেন। কিন্তু এর আগেই কেটে গেছে ১৯ বছর। নদী সাঁতরেই ইংলিশ চ্যানেলের সমপরিমাণ (৭০০ কিলোমিটার) দূরত্ব অতিক্রম করেছেন তিনি!
Share:

রাখী বন্ধনে অন্যতম মূড়ে নিয়ে গেল স্বরস্বতী বিদ্যানিকের ছাত্রী

যকন সারা বিশ্ব পালন করছিলো রাখী  বন্ধন উৎসব তখন বিহাড়া বাজারের স্বরস্বতী বিদ্যনিকেতনের ছাত্রীরা রাস্তার পাসে খুদ্র ব্যবসায়ীর হাতে রাখীর  সূতা বেঁধে দিয়ে মন ছুয়ে নেয়া একটি কাজ করে রাখী বন্ধনকে নিয়ে গেল অন্যতম মূড়ে।এটা দ্বারা তারা সুন্দর ভাবে ফুটিয়ে উঠালো যে রাখি বন্ধন শুধু মাত্র এটি বন্ধন নয় এটা আমাদেরকে মানবতাও সেখায়।

Share:

সমগ্র দেশ জোড়ে রাখী বন্ধন উৎসব পালিত হল

 সমগ্র দেশ জোড়ে রাখী বন্ধন উৎসব পালিত হল:

রাখি বন্ধন ভারতীয় সংস্কৃতির অন্যতম অধ্যায় । এটা ভাই ও বোনের সুদৃড় সম্পর্ক রক্ষা করার একটি উৎসব । এই উৎসবের প্রভাব বরাক তথা বাংলায় খুব বেশি । এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। হিন্দু, জৈন ও শিখরা এই উৎসব পালন করে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখীনামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখীটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রাবণ মাসের পূর্ণিমাতিথিতে এই উৎসব উদযাপিত হয়। চিতোরের বিধবা রানি কর্ণবতী মুঘল সম্রাট হুমায়ুনের সাহায্য প্রার্থনা করে একটি রাখী পাঠিয়েছিলেন। এর পর থেকে এই উৎসবের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এই উৎসব মানুষের মনে ঐক্য , সংহতি, ভ্রাতৃত্ববোধ ও মূল্যবোধের জাগরণ ঘটায় ।
Share:

হাইলাকান্দি শহরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু নবম শ্রেনীর ছাত্রের

মাত্র আধ গণ্টা পু্র্বে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের । দুর্ঘটনার স্থান হাইলাকান্দি কাটলিছড়া বাসষ্টেণ্ড। নাম বিকাশ দেব নাথ। দুর্ঘটনার পর শহরের জনতা সড়ক অবরোধ করে রাখলে প্রায় আধ গণ্টা পর গঠনার স্থলে পৌছেন হাইলাকান্দির অতিরিক্ত এস পি । জেলা শাসকের উপস্থিতি কামনা করে অবরোধ কারীরা নিহত ছাত্রের ক্ষতি পুরণ দাবি জানাচ্ছেন। এ খবর লেখা পর্যন্ত অবশ্য গঠনার স্থলে দেখা দেখা যায়নি ডিসিকে। পরিস্থিতি আপাততঃ শান্ত হলেও সড়ক অবরোধ চলছে।
Share:

Followers

Information Corner

Contact Us

Name

Email *

Message *

Popular Posts

Search

Blog Archive

Powered by Blogger.

Labels

Blog Archive

Recent Posts